যিনি আছেন গভীর অন্ধকারে আবার যার বাস চোখ ঝলকানো দ্যুতিতেও, যিনি থাকেন ব্রহ্মাণ্ডের শুন্যতাই ও পৃথিবীর পরিপূর্ণতাই, যিনি থাকেন শিশুদের পুস্তকে এবং সন্যাসীদের রুদ্রাক্ষতে। অন্ধের চক্ষু তিনি আবার তিনিই প্রতিবন্ধীর বল ও ভরসা। জন্ম-মৃত্যু, জীবন-যৌবন, সূর্য-চন্দ্র, এই সংসার এর জীবন মৃতু চক্রে সদা সর্বত্র তিনিই বিদ্যমান, যোনি হলেন জগতের নাথ…